
ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি : পটিয়ায় পৌর যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন একটি সাইবার আ্যক্ট মামলায় গত শুক্রবার গ্রেফতার হন। আদালত তাকে জামিন মন্জুর করলে ও তাকে ফের শোন এরেস্ট দেখিয়া গ্রেফতার করেন পুলিশ।
উল্লেখ্য যে, ২০২১সালে ফেসবুকের সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী ও পুত্র নাজমুল করিম শারুন এর বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার হন যুবলীগ নেতা ডি এম জমির।
জমির গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার হন ডি এম জমির। জামির গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আদালতে ডি এম জমিরেরজামিন আবেদন করলে আবারও আদালত গত রোববার মুক্তি দিলে নেতা ও কর্মীদের মাঝে ফিরে আসলে নেতা কর্মীদের স্বস্তি ফিরে আসে।