
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বন্দরের ওয়াচ টাওয়ার দায়িত্বরত এক আনসার সদস্যের গায়ে ভেঙে পড়েছে। (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বন্দরের ৫ নম্বর ফটকের পাশে এ ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছেন মো. রাজিব নামে ওই আনসার সদস্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ওই আনসার সদস্যর বাবার নাম মো. জামাল। তারা বন্দর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বন্দরের একটি ওয়াচটাওয়ার ধসে পড়লে এক আনসার সদস্য তার নিচে চাপা পড়েন। চমেক হাসপাতালে আনা হলে গুরুতর হওয়ায় বিকেলের দিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পড়েছেনঃ ১৩০