আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হেভিওয়েট আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জাপার আনিসুল-সোলায়মান আলোর মুখে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে জাপার আনিসুল-সোলায়মানের আলোর মুখে কপাল পুড়েছে দুই আওয়ামী লীগ প্রার্থীর। তারা হলেন- চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ সালাম ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনের প্রার্থী নোমান আল মাহমুদ।

(১৭ ডিসেম্বর) রবিবার তারা দলীয় সিদ্ধান্তে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ দুটি আসন আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম-৫ আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম-৮ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ৯ মে তিনি শপথ পাঠ করেন।

এর আগে ৫ ফেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। তখন উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।

এদিকে, দলীয় সিদ্ধান্ত মেনে আওয়ামী লীগের এ দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও দুটি আসনে রয়ে গেছে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা।

এ স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে সক্রিয় থাকলে জাতীয় পার্টির প্রার্থীদের জয়ী হওয়াটা কষ্টকর হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ