আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নৌকার বিরুদ্ধে ‘ঈগল’ নিয়ে লড়বেন নিক্সন চৌধুরী

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন ঈগল প্রতীক পেয়েছেন।

সোমবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার এ প্রতীক বরাদ্দ দেন।

নিক্সন চৌধুরী এই আসনের টানা দুবারের সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৪ ও ২০১৮ সালে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাকে পরাজিত করেন নিক্সন। এবারও এই আসনে তার বিরুদ্ধে নৌকার হয়ে লড়বেন কাজী জাফর উল্লাহ।

এ ছাড়াও ফরিদপুর-৪ আসনে আরও আছেন ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, ‘ফুলের মালা’ প্রতীকে তরিকত ফেডারেশনের মাকসুদ আহমেদ, ‘একতারা’ প্রতীকে সুপ্রিম পার্টির মো. আলমগীর কবির, ‘ডাব’ প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. আলমগীর কবির।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ