
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা তথা সড়ক উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে সারা বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করে গেছেন। চন্দনাইশ-সাতকানিয়ায় বিগত ৫ বছরে ব্যাপক উন্নয়ন মূলক কাজ হয়েছে। যা বিগত ২০ বছরের ছেয়ে বেশি। এ ধারাবাহিকতা রক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
আজ ১৯ অক্টোবর দুপুরে উপজেলার বৈলতলী-জাফরাবাদ সম তালুকদার বাড়ি সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২২ লক্ষ টাকা ব্যয়ে এ সংস্কার কাজ উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান আনোয়ার মোস্তাফা চৌধুরী দুলাল, আ’লীগ নেতা যথাক্রমে কবির আহমদ সওদাগর, আবুল হোসেন, নুরুল মোস্তাফা, মো. সমশুদ্দিন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বাহাদুর, মফিজুর রহমান মুন্না প্রমূখ।