আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর লাশ আসছে কাল শনিবার মাদারবাড়ীস্থ শিল্পীর বাসভভনে ভক্তদের ভিড় না করার জন্য সিটি মেয়রের অনুরোধ

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ঠ সংগীত শিল্পী,জন প্রিয় ব্যান্ড তারকা,সুরকার ও গীতিকার আইয়ুব বাচ্চুর লাশ আগামীকাল ১৯ অক্টোবর শনিবার সকালে চট্টগ্রাম এসে পৌঁছবে। তাঁর লাশ প্রথমে নগরীর মাদারবাড়িস্থ নানার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নগরীর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ মাঠে তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত রাখা হাবে। প্রয়াত এ কিংবদন্তী শিল্পীর মরদেহের দাফন-কাফন ও সর্বস্তরের জনগনের শ্রদ্ধা নিবেদনের সকল ব্যবস্থার আয়োজন ও প্রস্তুতি নিয়ে রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন শুধুমাত্র নিকটাত্মীয় ছাড়া আইয়ুব বাচ্চুর চট্টগ্রামের ভক্ত অনুরাগীদের তার লাশ দেখার জন্য শিল্পীর চট্টগ্রামের বাসভবনে (মাদারবাড়ী)ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তিনি নগরীর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ মাঠে প্রয়াত শিল্পীকে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে বলে জানান। পরে বাদ আসর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে নামাজে জানাযা শেষে তার লাশ নগরীর চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ