দেশচিন্তা নিউজ ডেস্ক:
গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক নেতা, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজ সেবক সুধীর কুমার চৌধুরী(৮৪) প্রবর্তক সংঘ এলাকার নিজ বাসভবনে আজ ভোর সোয়া ছয়টায় পরলোক গমন করেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মনজুরুল আলম মন্জু ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ তার আত্মার শান্তি ও সৎগতি কামনা করেন।
উল্লেখ্য যে,তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ ভোরে চট্টগ্রামের পাঁচলাইশস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন শিপিং কোম্পানীতে কাজ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বিকেলে গ্রামের বাড়ি পটিয়ার কচুয়াই ইউনিয়নে উনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
পড়েছেনঃ ৩৫৭