আজ : মঙ্গলবার ║ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসিতে সাংবাদিকদের সঙ্গে শাহজাহান ওমরের দুর্ব্যবহার

ঢাকা ব্যূরো : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা ও ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর (৪ ডিসেম্বর) মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দফতরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি। উল্টো সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ২টার পরে শাহজাহান ওমর নির্বাচন কমিশন ভবনে আসেন সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে। তবে কেন নির্বাচন ভবনে এসেছেন—এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো। আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।

কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলেও রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবাও মারতে যান।
ইসিতে কেন এসেছেন এ বিষয়ে কোনও প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, পেপারে দেখে নিয়েন।
আপনি আইন ভঙ্গ করেছেন কিনা? এই প্রশ্নের জবাবে শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, আপনি আইন জানেন? কে বললো আমি আইন ভেঙেছি।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। জানা গেছে, এবার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে।
শোকজ নোটিশে শাহজাহান ওমর নির্বাচনি এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়। বুধবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ