আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রিজভীর নেতৃত্বে বৃষ্টিতে ভিজে মিছিল ও সড়ক অবরোধ

ঢাকা ব্যূরো : তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত দশম দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন দলের নেতাকর্মীরা।
(৭ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গি মাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক।
মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় বিএনপি নেতা আশফাকুল ইসলাম মনু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ অন্যরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ