
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও লিফলেট বিতরণ করেছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বেস্ট ব্লাড ব্যাংক।
শুক্রবার (২০ জুলাই) সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের লতাপীর বাজারে এ কর্মসূচী পালন করেছে। এরপর জুমা’র নামাযের পর কাজী জামে মসজিদ সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।
কর্মসূর্চীতে সাংগঠনিক সম্পাদক মো. শাহজানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মো.ইলিয়াস, সভাপতি জোবাইর বিন জিহাদী, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো.ইকবাল হোসেন, সহ -অর্থ সম্পাদক মো. আবদুল আহাদ প্রমুখ।
পড়েছেনঃ ১৯০