আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় কুকুরের কামড়ে আহত ১৩

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ২ নম্বর খাগরিয়া ইউনিয়নে পাগল কুকুরের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়েছে। গত রোববার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত সময়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা হলেন মো.আলভি (১০), মিজানুর রহমান (২০), মেহেদি হাসান (৭), মোহাম্মদ কামিম (১২), মোহাম্মদ কায়কোবচ(৭০), ওসমান গণি (৪০), মোহাম্মদ রাফি (১০), রোকেয়া আক্তার (৪০), মো.আবির (৫), মোহাম্মদ জিহান (১৫), সাইমন হোসেন (১৬), আবদুল হামিদ (১২) ও সায়েদা আক্তার (৭)। খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিরা সবাই দোহাজারী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দোহাজারী সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের সবাইকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ