সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ২ নম্বর খাগরিয়া ইউনিয়নে পাগল কুকুরের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়েছে। গত রোববার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত সময়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা হলেন মো.আলভি (১০), মিজানুর রহমান (২০), মেহেদি হাসান (৭), মোহাম্মদ কামিম (১২), মোহাম্মদ কায়কোবচ(৭০), ওসমান গণি (৪০), মোহাম্মদ রাফি (১০), রোকেয়া আক্তার (৪০), মো.আবির (৫), মোহাম্মদ জিহান (১৫), সাইমন হোসেন (১৬), আবদুল হামিদ (১২) ও সায়েদা আক্তার (৭)। খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিরা সবাই দোহাজারী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দোহাজারী সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের সবাইকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.