আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে সাতকানিয়ায় শিক্ষক কারাগারে

সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকাস্থ ২নং ওয়ার্ড ভোয়ালিয়া পাড়া ৫নং গলির মুখে অবস্থিত সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসায় ১৫ বছরের এক কিশোর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ ওঠেছে।

গত ১১ জুন ঘটনাটি হলেও আজ (১৯ জুন) সোমবার এঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই মিনহাজ উদ্দীন।

সাতকানিয়া থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার হেফজখানার অভিযুক্ত শিক্ষক মো:নুরুল আবছার (২৮) মাদ্রাসার শয়নকক্ষে ধর্ষনের চেষ্টা করে। এসময় ভুক্তভোগী  পালিয়ে গিয়ে বিষয়টি তার পরিবারে জানায়।

এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে ধরে সাতকানিয়া থানায় হস্তান্তর করেন।
অভিযুক্ত শিক্ষকের বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুমারমার জেরি চকরিয়া পাহাড় এলাকার বাহাদুল্লাহর ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত সাংবাদিকদের বলেন, শিক্ষার্থী ধর্ষন চেষ্টার অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ