
রবিবার (২৮মে) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তোজ জোহরার সভাপতিত্বে ও উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আরফাত সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর কৃতিত্বের কথা স্বরণ করে উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, স্বাধীন দেশের রাষ্ট্রনেতা হিসেবে এটিই ছিল কোন নেতার প্রথম আন্তর্জাতিক পদক অর্জন।
তিনি আরও বলেন,“স্বাধীনতার মাত্র দুবছর পরে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আর্ন্তজাতিক স্বীকৃতি প্রদান করে। বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে ও ঐক্যমতের ভিত্তিতে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপট বিবেচনায়, বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।”
বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বলতে হয়, বিশ্বশান্তি ও মানবকল্যাণে তিনি আজীবন যে সংগ্রাম করেছেন, সেই চেতনা সর্বত্র সঞ্চারিত হোক। দেশে দেশে বন্ধ হোক যুদ্ধ। মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের বিবেক জাগ্রত হোক।
এছাড়াও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম,সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত,উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার প্রমুখ।