
দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীর বড়-উঠান এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মা-ছেলে। এ সময় আহত হন নারী ও শিশুসহ আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
(০১ জুন) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দূঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারী ও তার ছেলের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, দুইদিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে তা আনোয়ারা থানায় পড়েছে। আমরা লাশ আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
পড়েছেনঃ ২৩৭