
সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে উপজেলা মৎস্য অফিসের অভিযানে ১০ কেজির মত নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা।
আজ (৭জুন) বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনে নির্দেশে মৎস্য কর্মকর্তা বাজারে গেলে মাছ ব্যাপারিরা নিষিদ্ধ পিরানহা মাছগুলো ফেলে পালিয়ে যায়।
এসময় মাছ জব্দ করলেও কাউকে পাওয়া যায় নি। মাছগুলো উপজেলা প্রশাসনের নির্দেশে মাটিঁতে পুঁতে ফেলেছে মৎস্য অফিসের কর্মকর্তারা।
এবিষয়ে সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে মাছগুলো জব্দ করে মাটিতে ফুঁতে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, পিরানহা একটা নিষিদ্ধ রাক্ষুসী মাছ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো, তাই অসাধু ব্যবসায়ীরা এটাকে রুপচাঁদা বলে বিক্রি করেন। এবিষয়ে ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে।