
সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় হেফজখানায় পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার ওই শিক্ষকের নাম রেজাউল করিম (২০)।গ্রেফতার শিক্ষক রেজাউল করিম লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ জলিল নগরের নজু মিয়া পাড়ার মোহাম্মদুল হকের পুত্র।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় তার মা বাদী হয়ে সাতকানিয়া থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনায় জড়িত শিক্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতার শিক্ষক রেজাউল করিমকে আজ আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।
পড়েছেনঃ ২৬৯