আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

আগামীকাল থানচিতে আসছেন মন্ত্রী বীর বাহাদুর

শহিদুল ইসলাম শহিদ (থানচি) বান্দরবান: সুন্দরের লিলাভুমি নামে পরিচিত পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলায় আগামীকাল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সরকারী সফরে আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মন্ত্রীর আগমনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী সকল ধরনের প্রস্তুতিসহ থানচি উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আগমনকে কেন্দ্র করে আনন্দ উল্লাস লক্ষ করা যাচ্ছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল মনসুর সরকারী- বেসরকারী, কর্মকর্তা কর্মচারী, হেডম্যান, কারবারী, সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকদের সেদিন উপস্থিত থাকার জন্য চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
জানা যায় মন্ত্রী আগমন পরবর্তি সকাল ৯ টা বলিপাড়া ইউনিয়নের মনাই পাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অর্থায়নের কয়েকটি উন্নয়ন প্রকল্প ভিত্তিপ্রস্তর শুভ উদ্ভোধন করবেন একই দিন বিকাল ৫ টায় উপজেলা মাল্টিপারপাস হল রুমে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
২১ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে হত দরিদ্র ১২ শত ৮৪ পরিবারকে উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল বিনামূল্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং রেমাক্রী বাজারে নতুন স্থাপিত ও নির্মিত পরিবার কল্যান কেন্দ্রের শুভ সুচনা করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ