
কক্সবাজার সংবাদদাতা
কুমিল্লার হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করলেন মো. মিজানুর রহমান। রবিবার (২৫ জুলাই ) সকাল ৯টায় এই পদে যোগদান করেন তিনি।
এর আগে দীর্ঘদিন যাবত করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার যোগদানে খুশি হয়েছেন হোমনার সর্বস্তরের মানুষ।
সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পেয়ে মোঃ মিজানুর রহমান বলেন, এই পদে দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। আমি চাই সব সময় অসহায়, দরিদ্র, দুঃখী ও মেহনতি মানুষের সেবা করতে। এই পদে থেকে আল্লাহর ইচ্ছায় সেই মনের আশা আমি পূরন করতে পারবো। আমি সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।
পড়েছেনঃ ২৭৯