
বান্দরবান প্রতিনিধি: করোনা মহামারী থেকে বান্দরবন জেলার জনসাধারণকে মুক্ত রাখতে বিভিন্ন উপজেলার হাট বাজারে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে তার অংশ হিসাবে থানচি উপজেলাধিন বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গনি ওসমানির নেতৃত্বে
২৪ জুলাই শনিবার সকাল দশটায় যৌথবাহিনীর একটি দল কঠোর লকডাউনের ২য় দিনে এলাকায় জনসাধারণের মুখে মাস্ক দেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করেন, এই সময় চা দোখান হোটেল খোলা রাখার দ্বায়ে অনিল দাশকে ৫শ শাহ আলমকে ৫শ মোট একহাজার টাকা জরিমানা করা হয় টাকা
।
এই সময় সাথে ছিলেন নির্বাহী অফিসারের কার্যালয়ের পেশকার রুপক দাশ, বলিপাড়া ইউনিয়নের ৩নং ওয়াডের মেম্বার আক্তার হোসেন, বাজার কমিটির সভাপতি নিহার বিন্দু চাকমা প্রমুখ।
পড়েছেনঃ ৩৭৯