
থানচি সংবাদদাতা: কোভিড ১৯ এর কারনে কর্মহিন হয়ে পড়া ও অসহায় দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত উপহার নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে।
১৪জুলাই বুধবার সকাল সাড়ে দশটায় থানচি উপজেলা পরিষদের সহযোগীতায় সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানি,উপজেলা চেয়ারম্যান থোয়াইøা মং মারমা,থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াংচিং মারমা অনুপম,মহিলা মেম্বার ডলিচিং মারমা প্রমুখ।
ইউনিয়ন পরিষদের সচিব চমউ মারমা এর সার্বিক পরিচালনায় উপজেলার ৪শত পরিবারের নিকট ডাল এক কেজি,আলু এক কেজি,লবন এক কেজি.তেল এক লিটার,১টি হাত দোয়ার সাবান ,চাউল সাড়ে নয় কেজি ও নগদ একশো।
পড়েছেনঃ ৪০০