
সাতকানিয়া সংবাদদাতা
রবিবার (৩১ মে) দিবাগত রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গরু বাজার এলাকা থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল বরিশাল জেলার গৌরনদী থানার খাইঞ্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাবলু বেপারীর ছেলে গাড়ি চালক রাসেল বেপারী (২২) ও তার সহকারী একই এলাকার রশিদ মৃদার ছেলে মানিক মৃদা (২৪)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়েছেনঃ ৪৮৯