
সাতকানিয়া সংবাদদাতা: বৃহস্পতিবার (৩ জুন) পৌরসভা হল রুমে এই বাজেট ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় সাতকানিয়া পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরের জন্য ৫৩,১১,১৪,৭৩৩/- (তিপ্পান্ন কোটি এগার লক্ষ চৌদ্দ হাজার সাতশত তিয়াত্তর) টাকা বাজেট ঘোষনা করা হয়।
ঘোষিত বাজেটে সংস্থাপন খাতে ১,৯৪,২০,০০০/- (এক কোটি চুরানব্বই লক্ষ বিশ হাজার) টাকা, কর নির্ধারণ ও আদায় খাতে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী কাজে ৫৮,০০,০০০/- ( আটান্ন লক্ষ) টাকা, শিক্ষা খাতে ১১,৫০,০০০/- (এগার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, বিবিধ খাতে ২,৯৬,৭০,০০০/- (দুই কোটি ছিয়ানব্বই লক্ষ সত্তর হাজার) টাকা, অবকাঠামো উন্নয়ন খাতে ৪১,৪৮,০০,০০০/- (একচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ) টাকা, মুলধন হিসাব খাতে ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা, সমাপনী স্থিতি খাতে ৫,৬৭,৭৪,৭৩৩/- (পাঁচ কোটি সাতষট্টি লক্ষ চুয়াত্তর হাজার সাতশত তেত্রিশ) টাকা বরাদ্দ রাখা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা সেলিমুল হক চৌধুরী, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজুন্নবী খোকন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সহ নির্বাচিত কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।