সাতকানিয়া সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) সাতকানিয়া উপজেলা পর্বের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হল নলুয়া একাদশ।
বৃহস্পতিবার (৩ জুন) সাতকানিয়া হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাপনী খেলা ও অনুষ্ঠান সম্পন্ন হয়। ট্রাইবেকারে সাতকানিয়া পৌরসভা একাদশকে হারিয়ে ম্যাচ জিতে নেন নলুয়া একাদশ।
অনুুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। এসময় তিনি বলেন, সংকটের মধ্যেও দেশের খেলাধুলার অবকাঠামো উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করে যান বঙ্গবন্ধু। তিনি আরও বলেন, সাতকানিয়ায় খেলোয়াড় প্রেমিদেরকে খেলাধুলায় উৎসাহ করতে যা যা প্রয়োজন ইনশাল্লাহ্, করব।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) জাকারিয়া রহমান জিকু, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শহীদুল ইসলাম,সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও বনফুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম উদ্দীন,নঈমুল হক চৌধুরী হারুন, রুপ কুমার নন্দী খোকন, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিমা আবছার, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আসাদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সোহেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সোহরাব হোসেন শুভ, তোফাজ্জল হোসেন তুহিন, আরফাতুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।