আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দুর্গম ইউনিয়নে অনলাইন ডিজিটালের ছোয়া

 

থানচি( বান্দরবান) সংবাদদাতা : পার্বত্য জেলা বান্দরবান দিন উন্নয়নের ছোয়ায় বদলে যাচ্ছে যা একসময়ে দুর্ঘম জনপদ নামে পরিচিত থাকলে ও পার্বত্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর প্রদক্ষেপের কারনে তা এখন উন্নত সড়ক যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ইত্যাদি এগিয়ে থাকলে ও নেটওয়ার্ক সংযোগ না থাকায় অনলাইন ডিজিটালের ছোয়া থেকে দুরে আছে উপজেলা দুটি ইউনিয়নের বাসিন্ধা।
উপজেলা সদরে বলিপাড়া ইউনিয়নে রবি,টেলিটক নেটওয়ার্ক থাকলে ও ১নং রেমাক্রী এবং ২নং তিন্দু ইউনিয়নে নেই কোন মোবাইল নেটওয়ার্ক। বসবাসকারি জনসাধারণ বিশেষ করে জন্মনিবন্ধন,ভিজিডি,বয়স্কভাতা,ট্রেড লাইসেন্স,স্কুল শিক্ষার্থীদের অনলাইনে লেখাপড়া, উপবৃত্তি বা জনসাধারণের বিকাশ খোলা ইত্যাদি সেবা পাচ্ছেনা এলাকার বসবাসকারি জনসাধারণ অন্যদিকে যে কোন দুর্যোগ মহুর্তে উপজেলা সদরের সাথে ে যাগাযোগ মাধ্যম বলতে পায়ে হেটে বা মেশিনচালিত নৌকা যা একদিন লেগে যায়।
এই বিষয়ে কথা হয় তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা এর সাতে কথা উপজেলা সদরের একটি দোখানে তিনি বলেন আমি বেশিরভাগ সময় থানচি সদরে বসবাস করি আমার ইউনিয়নবাসীকে সেবা দেওয়ার জন্য কেননা যেহেতু নের্টওয়াক সংযোগ নাই তাই এলাকার জনসাধারণে চাহিদা থানচি সদরে এসে কাজ করতে হয় যা ইউনিয়ন উদ্বোক্তাসহ সদরে কাজ করেন,থানচি আলিকদম সড়ক হয়ে যে বিদ্যুৎ সংযোগ লাইন দেওয়ার কাজ চলছে তা বাস্তবায়ন হলে আসা করি নেটওয়ার্ক সংযোগ পাওয়া যেতে পারে,এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করি।
এই বিষয়ে ফোনে কথা হয় ১নং রেমাক্রী ইউনিয়ন চেয়ারম্যান মুইশৈথুই মারমা রণি তিনি বলেন তিন্দু ও রেমাক্রী এই দুই ইউনিয়নে নেটওয়ার্ক সংযোগ না থাকার কারনে ইউনিয়ন পরিষদের অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা কার্যক্রম বাস্তবায়নে কষ্টকর হয়ে পড়ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ