
বান্দরবান সংবাদদাতা
বৈশিক মহামারী (কোভিড ১৯) এর কারনে কর্মহীন হয়ে পড়া অতিদরিদ্রদের মাজে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করছে বান্দরবান জেলা পরিষদ। তারই অংশ হিসাবে বুুুুুুধবার (৫ মে) দুপুর ১১টায় থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া মানুষদের কাছে উপহার বিতরণ করেন জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী।
বলিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে বিতরনের সময় এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অংসিং ম্যা, সাধারণ সম্পাদক লরেন্স ত্রিপুরা সাংঘঠনিক সম্পাদক সজল কর্মকার, ছাত্রলীগের সভাপতি পলাশ চাকমাসহ উপহার গ্রহনকারিগন এর পরে নৌকাযোগে নৌ পথে বিকেল সাড়ে তিনটায় তিন্দু ইউনিয়নে বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এসময় উপস্থিত ছিলেন তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা,উপজেলা কৃষকলীগ সভাপতি শৈসাচিং মারমা, লেনিন চৌধুরীসহ স্থানীয় পাড়া কারবারী এবং উপহার গ্রহনকারিগন।
এই বিষয়ে জেলা পরিষদের সদস্য থেকে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী কর্মহীনদের পৌছেঁ দেওয়ার অংশ হিসাবে বলিপাড়া ইউনিয়ন ও তিন্দু ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ৩৬০ পরিবারের নিকট দশ কেজি চাউল এক কেজি ডাল এক লিটার তেল বিতরণ করা হয়েছে বাকি গুলো দ্বিতীয় দ্বাপে বিতরণ করা হবে।