
মো. ইকবাল হোসেন:
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ পুলিশ সাতকানিয়া থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ মার্চ বিকেলে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে ও ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন উপলক্ষে সাতকানিয়া কেরানীহাটে অবস্থিত রয়েল রিসোর্ট হলে অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সি আই পি।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পু্লিশ সুপার (সাতকানিয়া সার্কেল) জাকারিয়া রহমান জিকু, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম চৌধুরী, চাটঁগার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, কুতুব উদ্দিন চৌধুরী, মাস্টার ফরিদুল আলম, সৈয়দ মাহফুজুন নবী খোকন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্প অর্পন করেন অতিথিরা। এরপর কেক কেটে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু করেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন সহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা’র আয়োজন করেন।

পড়েছেনঃ ৫৮৮