
থানচি(বান্দরবান)প্রতিনিধি: গ্রাম হবে শহর পর্যটন আর গ্রামীণ উন্নয়ন কর্মসংস্থানের আলোকে উপজেলার বসবাসরত সকল সম্প্রদায়ের অংশগ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ উন্নয়নে পর্যটন বিষয়ক (জুম) সেমিনার।
৩ই মার্চ বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত জুম সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী।উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ মহিলা ভাইস চেয়ারম্যান নূমৈ প্রু মারমা।
উপজেলা প্রশাসন ও স্থানীয় জনসাধরনের উপস্থিতে একসময়ের দুর্ঘম উপজেলা নামে পরিচিত থানচিতে সরাসরি লাইভে জুমে কথা বললেন এবং দেখলেন উপজেলাবাসী।
এতে আরো উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াংচিং মারমা অনুপম সাধারণ সম্পাদক মোঃশহিদুল ইসলাম(শহীদ) নির্বাহী সম্পাদক চিংথোয়াই অং মারমা।
ভিডিও জুমে বাংলাদেশ টুরিজম বোর্ডের ডাইরেক্টর আবু তাহের মোহাম্মদ জাবেরের সাথে সম্ভাবনার দিক নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি পর্যটক গাইড,ব্যাবসায়ীসহ আরো অনেকে।