আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের তিন পৌরসভায় নৌকা প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক

বিচ্ছিন্ন সহিংসতায় চতুর্থ ধাপে চট্টগ্রামের তিন পৌরসভা সাতকানিয়া, পটিয়া ও চন্দনাইশ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে তিনটি পৌরসভাতেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধু কাউন্সিলর পদে ভোট হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে মধ্যরাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে পটিয়া ও চন্দনাইশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

এবারের পৌরসভা নির্বাচনে পটিয়ার সবকটি কেন্দ্রে ইভিএমে এবং চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।

নির্বাচন সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আইয়ুব বাবুল নৌকা প্রতীকে জয়ী হয়েছেন। তিনি ১৪ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল ইসলাম সওদাগর ধানের শীষে পেয়েছেন ১ হাজার ৪৯৪ ভোট।

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মাহাবুবুল আলম খোকা ১৫ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি সমর্থিত ছাতা প্রতীকের প্রার্থী আইনুল কবির পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট।

পটিয়া উপজেলায় কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ডে নাছির উদ্দিন, ২নং ওয়ার্ডে রূপক কুমার সেন, ৩নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন আজাদ, ৪নং ওয়ার্ডে গোফরান রানা, ৫নং ওয়ার্ডে জসিম উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৬নং ওয়ার্ডে শফিউল আলম শফি, ৭নং ওয়ার্ডে কামাল উদ্দিন বেলাল, ৮নং ওয়ার্ডে সরওয়ার কামাল রাজীব, ৯নং ওয়ার্ডে সাইফুল ইসলাম। এছাড়া ১নং সংরক্ষিত ওয়ার্ডে বুলবুল আকতার, ২নং ওয়ার্ডে ইয়াসমিন আকতার চৌধুরী ও ৩ ওয়ার্ডে ফেরদৌস বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চন্দনাইশে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ডে মো. শাহেদুলইসলাম, ২নং ওয়ার্ডে মো. নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দীন চৌধুরী, ৪নং ওয়ার্ডে মো. মাসুদুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. শাহ আলম, ৬নং ওয়ার্ডে মোরশেদুল আলম, ৭নং ওয়ার্ডে মো. মোজাম্মেল হক চৌধুরী, ৮নং ওয়ার্ডে মো. আবু তৈয়ব, ৯নং ওয়ার্ডে মো. লোকমান হাকিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১নং সংরক্ষিত ওয়ার্ডে শিরিন আকতার, ২নং সংরক্ষিত ওয়ার্ডে কহিনুর আকতার, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে হাছনারা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাতকানিয়া সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ডে এনামুল কবির, ২নং ওয়ার্ডে মো. খোরশেদ আলম, ৩নং ওয়ার্ডে এ.কে.এম মোরশেদ, ৪নং ওয়ার্ডে আবু বকর সিদ্দিক, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ আরিফুল ইসলাম, ৬নং ওয়ার্ডে সাইফুল আলম, ৭নং ওয়ার্ডে আরাফাত উল্লাহ, ৮নং ওয়ার্ডে মোহাম্মদ রাসেল উদ্দিন ও ৯নং ওয়ার্ডে মো. আবদুল হালিম নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাছুমা বেগম, ২নং ওয়ার্ডে শাহনাজ পারভীন ও ৩নং ওয়ার্ডে আফরোজা আক্তার শারমিন নির্বাচিত হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ