আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

এমপিওভূক্তির দাবিতে চট্টগ্রামে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক 

সারা দেশের ন্যায় চট্টগ্রামে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫৫০০ জন অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষককে দ্রুত এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখা । আজ ১১ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়।

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো: মোস্তফা কামাল বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২৮ বছর ধরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা শুধুমাত্র জনবল কাঠামোতে না থাকার কারনে এমপিওভূক্তির বাইরে রয়েছে। গত বছরেরর শেষ দিকে শিক্ষামন্ত্রনালয় জনবল কাঠামো সংশোধনের উদ্যোগ গ্রহন করে। উক্ত সংশোধনীর প্র্রথম সভায় অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভূক্তির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।পরবর্তীতে সরকারের পলিসির বিষয় উল্লেখকরে অনার্স-মাস্টার্স শিক্ষকদের নীতিমালার বাইরে রাখার সিদ্ধান্ত নেন সংশোধনী কমিটি।যা অত্যন্ত দুঃখজনক। সরকারী বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়েও কলেজ প্রদত্ত নামমাত্র বেতন কলেজভেদে ৩,০০০- ১০,০০০ টাকা প্রদান করা হয়।বর্তমান বাজারে এ বেতনে পরিবারের ভরনপোষন অসম্ভব। করোনা মহামারীতে প্রায় একবছর ধরে অধিকাংশ প্রতিষ্ঠানের স্বল্প বেতনটুকুও বন্ধ রয়েছে। এ সকল শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিগত দিনে তিনটি নির্দেশনা শিক্ষা মন্ত্রনালয়ে প্রদান করা হয়। যা আজও বাস্তবায়ন হয়নি। এছাড়া শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দুটি সুপারিশ ও শিক্ষা অধিদপ্তরের দু’জন মহাপরিচালকের সুপারিশ থাকার পরও জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত হয়নি।”

সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি নূর মোহাম্মাদ চৌধুরী বলেন, “আমরা অনার্স-মাস্টার্স শিক্ষকরা অহিংস ও শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছি। অচিরেই এমপিওভূক্তির মাধ্যমে দীর্ঘ ২৯ বছরের বঞ্চনার স্থায়ী সমাধান চাই”।

জেলা কমিটির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন সোহেল বলেন‍‍ “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানবিক দাবি মেনে নেবেন।”

শিক্ষকদের দাবির সাথে একত্মতা পোষন করে যোগদান করেন বাকবিশিস চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মো: হুমায়ুন করিম চৌধুরী, সুকান্ত নন্দী, যুগ্ম সাধারন সম্পাদক রিম্পা মুৎসুদ্দী, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মো: এমদাদুল হক ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ