
দেশচিন্তা ডেস্ক:
সাধারণ পাবলিক সেজে খুলশী থানার ডেভার পাড়, কুসুমবাগ আবাসিক এলাকায় পর্যবেক্ষণে নামেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ম্যাজিস্ট্রেট সাধারণ পাবলিকের ছদ্মবেশে ইভটিজিং করা অবস্থায় মো. রাসেল নামে এক ইভটিজারকে আটক করে। তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
২৬ ডিসেম্বর শনিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, স্কুল-কলেজ বা কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় অনেক মেয়ে ইভটিজিংয়ের শিকার হওয়ার অভিযোগ শুনা যায়। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, ইভটিজার ভিকটিমকে তার কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় প্রতিনিয়ত কয়েকজনকে সাথে নিয়ে ইভটিজিং করে আসছিল। কাছাকাছি থেকে পর্যবেক্ষণ করি এবং ইভটিজিং করা অবস্থায় ইভটিজারকে হাতেনাতে ধরে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার সকল পেশার মানুষকে ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে অনুরোধ জানানো হয় যাতে সমাজ থেকে এ ব্যাধি দূর হয়।