আজ : সোমবার ║ ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে চারতলা বিশিষ্ট ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রী গুরুতর আহত

রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে চারতলা বিশিষ্ট একটি ভবনের ছাদ থেকে পড়ে জোহরা আকতার (১৬) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন।

২৬ ডিসেম্বর শনিবার সকাল ৭টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটের ভূমি মসজিদের পশ্চিমে হাজী নাছির ভবনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করে।

আহত স্কুলছাত্রী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আটিয়া মামুদপুর গ্রামের মো. মোস্তফা মিয়ার মেয়ে এবং আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

আহত জোহরার ভাবি তাসলিমা আকতার বলেন, ‘আমরা আমার স্বামীর কর্মস্থল সংলগ্ন বাসা ভাড়ায় থাকি। গত এক সপ্তাহ আগে ননদ বেড়াতে আসেন। সকালে ছাদ থেকে পড়ে গেছেন। তবে কিভাবে পড়ে গেছেন কিংবা কি কারণে লাফ দিয়েছেন সে বিষয়ে নিশ্চিত নই।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন, পা দু’টি ও মেরুদণ্ড ভেঙে গেছে। কথা বলতে পারছেন না, শুধু নড়াচড়া করছেন।’

ছাদে রিলিং থাকা স্বত্ত্বেও একজন ১৬ বছরে কিশোরী কিভাবে পড়ে যেতে পারে এমন রহস্যময় প্রশ্নের ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘এ ধরনের কোন সংবাদ পাইনি। খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ