
থানচি (বান্দরবান) প্রতিনিধি: তৃতীয়বারের মত বাংলাদেশ আওয়ামীলীগ ৩নং থানচি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় থানচি সদর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন পিটিশন রাইটার ও থানচি বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী জয়নুল আবেদিন সিকদার।
উল্লেখ্য, গত ১১নভেম্বর বুধবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামীলীগ তৃনমুল পর্যায়ে সু সংগটিত করার আলোকে ৩নং সদর ইউনিয়ন শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত সম্মেলনে সকাল ১০টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের সুচনা হয়।
উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসলাম বেবী।
পড়েছেনঃ ৪২২