আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি:

গতকাল ০৪ নভেম্বর থেকে শুরু হয়ে  ১২ নভেম্বর ২০২০ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮টি উপজেলা পরিষদ, ৫টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীদের বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ১২ নভেম্বর ২০২০ বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

 

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সকলকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার লোকসমাগম না করে (এক/দুই জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নামের তালিকা নিম্নে দেওয়া হলো :

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন

ক্র: নং জেলার নাম উপজেলার নাম
1.      নওগাঁ রাণীনগর
2.       

পাবনা

ঈশ্বরদী
3.     বেড়া
4.      সাতক্ষীরা দেবহাটা
5.     যশোর বাঘারপাড়া
6.      রাজবাড়ী গোয়ালন্দ
7.     কুমিল্লা ব্রাহ্মণপাড়া
8.     নোয়াখালী বেগমগঞ্জ

 

পৌরসভা নির্বাচন-২০২০

ক্র: নং জেলার নাম পৌরসভার নাম
1.      গাইবান্ধা পলাশবাড়ী
2.      মাদারীপুর রাজৈর
3.      

ফরিদপুর

ফরিদপুর
4.      মধুখালী
5.     ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর

              

ইউনয়িন পরিষদ নির্বাচন-২০২০
রংপুর বিভাগ

ক্র: নং জেলার নাম উপজেলার নাম ইউনিয়নের নাম
1.       

কুড়িগ্রাম

 

রৌমারী

দাঁতভাঙ্গা
2.      বন্দবেড়
3.     চরশৌলমারী

 

রাজশাহী বিভাগ

ক্র: নং জেলার নাম উপজেলার নাম ইউনিয়নের নাম
1.      চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট দলদলী

 

বরিশাল বিভাগ

ক্র: নং জেলার নাম উপজেলার নাম ইউনিয়নের নাম
1.      বরিশাল মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া
2.      দক্ষিণ উলানিয়া

 

ঢাকা বিভাগ

ক্র: নং জেলার নাম উপজেলার নাম ইউনিয়নের নাম
1.      নরসিংদী  মনোহরদী গোতাশিয়া
2.      শরীয়তপুর ভেদরগঞ্জ ডিএমখালি

 

ময়মনসিংহ বিভাগ

ক্র: নং জেলার নাম উপজেলার নাম ইউনিয়নের নাম
1.      ময়মনসিংহ নান্দাইল জাহাঙ্গীরপুর

 

সিলেট বিভাগ

ক্র: নং জেলার নাম উপজেলার নাম ইউনিয়নের নাম
1.      হবিগঞ্জ হবিগঞ্জ সদর রাজিউড়া
2.      মৌলভীবাজার কুলাউড়া বরমচাল

 

চট্টগ্রাম বিভাগ

ক্র: নং জেলার নাম উপজেলার নাম ইউনিয়নের নাম
1.      কুমিল্লা  মুরাদনগর রামচন্দ্রপুর উত্তর
2.      রাঙ্গামাটি রাঙ্গামাটি সদর মগবান
3.     বিলাইছড়ি বড়থলি

 

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ