
সাতকানিয়া সংবাদদাতা:
চট্টগ্রাম -১৫ আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামমুদ্দিন নদভী ২৯ অক্টোবর ২০২০ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে এইসব কথা বলেন।
তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে জনসাধারণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করার যেকোন অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল সালাম চৌধুরী এবং উন্নয়ন বিষয়ক সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, নুরুল আবছার চৌধুরী,গোলাম ফারুক ডলার, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম,পৌরমেয়র মোহাম্মদ জোবায়ের, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মজিদ, থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, দোহাজারী হাইওয়ে অফিসার ইনচার্জ ইয়াসিন আরফাত, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, ফয়েজ আহমদ লিটন, আবু ছালেহ, পারভেজ সরওয়ার, এরফানুল করিম চৌধুরী, আ.ন.ম সেলিম উদ্দিন, নেজাম উদ্দিন, আক্তার হোসেন, মোসাদ হোসেন চৌধুরী, আবু তাহের জিন্নাহ, নজরুল ইসলাম মানিক, মনিরুল ইসলাম, হাফিজুর রহমান, মাহবুর রহমান, এইচ এম মোহাম্মদ হানিফ, তাপস দত্ত, ডা. রেজাউল করিম, মোহাম্মদ রিদুয়ান, রমজান আলী, গোলাম ফারুক রুবেল, হারেজ মুহাম্মদ, সাহাদাত হোসেন, যুবলীগ নেতা জাবেদ ইকবাল, দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ ইদ্রিচ।