
সাতকানিয়া সংবাদদাতা:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার আসামি কামরুল ইসলাম ওরফে হিরুকে (২৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গত ৭ অক্টোবর বুধবার রাতে খাগড়াছড়ির পান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর উজিরপাড়া এলাকার আহমদ কবিরের ছেলে। জানা যায়, উপজেলার উত্তর রামপুর উজিরপাড়ার এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়সময় কামরুল উত্ত্যক্ত করতেন। গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রীর মা ও বাবা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ছিলেন।
ওই সময় বাড়ির মধ্যে ওই ছাত্রী একা থাকার সুযোগে কামরুল ওই বাড়িতে ডুকে ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে কামরুল পালিয়ে যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে কামরুল পালিয়ে ছিলেন। গত বুধবার রাতে খাগড়াছড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি চট্টগ্রামের সিনিয়র ম্যাজিস্ট্রেট কোশিক আহমেদের আদালতে এক ছাত্রীকে যৌন নিপীড়নের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। পরে আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।