আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জন

 

দেশচিন্তা ডেস্ক: পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি  সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তর পাশে ওবাইদিয়া সড়কের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২ সেপ্টেম্বর রাতে কক্সবাজারমুখী পণ্যবাহী একটি ট্রাক চলন্ত অবস্থায় সামনের এক্সেল ভেঙে গেলে বিপরীতমুখী যাত্রীবাহী একটি পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে পিকআপের চালকসহ প্রায় ৮ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। দোহাজারী হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান বলেন, রাতে ওবাইদিয়া প্রবেশমুখ এলাকায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ