
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত টানা ছুটির কারণে লকডাউন হয়ে থাকা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় উপার্জনহীন শ্রমজীবী নিন্ম আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ সহসভাপতি,বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সমাজ সেবক প্রবাসী আবদুল কাদের মিয়া।
আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের মাধ্যমে গত শনিবার ৫ এপ্রিল সন্দ্বীপের পৌরসভা বাউরিয়া থেকে শুরু করা হয় ডোর টু ডোর এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। প্রায় সাড়ে ৩হাজার পরিবারের মাঝে প্রত্যেককে ১০কেজি করে চাল, ৩ কেজি আলু, পিয়াজ, ডালসহ মোট ১৫ কেজি করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিগত ২০ বছর ধরে সন্দ্বীপ উপজেলায় মসজিদ, মাদ্রাসা নির্মান, গরীব শিক্ষার্থীদের পড়ালেখার ভরণ পোষণ, গরীব পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সাহয্য প্রদান, এতিম অসহায়দের মাঝে সাহায্য, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আর্থিক সহায়তা দিয়ে আসছে আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন।