আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

কক্সবাজারে বিদেশফেরত চিকিৎসক ‘হোম কোয়ারেন্টাইনে’

কক্সবাজারের টেকনাফে বিদেশফেরত এক চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ওই চিকিৎসক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ‘আমাদের একজন চিকিৎসক বিদেশ সফর করে এসেছে। তিনি যথাযথ ছাড়পত্র নিয়ে টেকনাফে কর্মস্থলে এসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাকে সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।’
কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত তিন জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
তিনি বলেছেন, ‘বিদেশফেরত এই তিন জনকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তারা সার্বক্ষণিক নজরদারিতে আছে। শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই, এটি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে। আশা করি, তাদের রক্ত পরীক্ষার প্রয়োজন হবে না।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ