আজ : শনিবার ║ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ:নিহত ৫ 

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে শান্তিপুর নামক স্থানে স্কুল শিক্ষার্থীদের পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন। নিহতরা সবাই পিকনিক বাসের যাত্রী। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। তারা সবাই গৌরীপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছিল।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ৯টার দিকে দূর্গাপুর থেকে পিকনিক শেষে ফেরার পথে শান্তিপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যায়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ