
‘প্রেমের’ কারণে বাংলাদেশি এক তরুণের হাত ধরে বাংলাদেশে আসেন ভারতীয় এক তরুণী। অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলেও প্রেমিকের সঙ্গে থাকা হলো না তার। অভিভাবকদের অভিযোগ আমলে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। পরে ওই তরুণীকে উদ্ধার করে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। সোমবার (২ মার্চ) বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে হস্তান্তর করা হয়।
বিজিবি-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ-উল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়েটি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গত ২৯ ফেব্রুয়ারি মেয়েটিকে বাংলাদেশে নিয়ে আসে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাটের মো. রুবেন শেখ (২০)। পরে ওই তরুণীর পরিবারের সদস্যরা বিষয়টি বিএসএফকে জানায়। বিএসএফ ঘটনাটি বিজিবিকে অবহিত করে মেয়েটিকে ফেরত পাঠানোর অনুরোধ করে। পরে বিজিবি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহায়তায় সোমবার (২ মার্চ) দুপুরে ফুলবাড়ীর গংগারহাটের অজোয়াটারী গ্রামের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।