ফেনীর ছাগলনাইয়ায় দুই পক্ষের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশের। ১ মার্চ রবিবার ভোররাত ৪টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের আধার মানিক এলাকায় ঘটনাটি ঘটে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাউদ্দিন বলেন, ডাকাতদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই অন্যরা পালিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতের মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন তারা। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্ধুক, তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি ।
পড়েছেনঃ ৩৭৫