আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে হত্যায় পাঁচ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গরু ব্যবসায়ী তৈয়ব আলী হত্যা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার হওয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যার সময় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামাদি। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে রাণীশংকৈল থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। এর আগে সকালে হত্যাস্থলের পাশের পুকুর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

রানীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আলম ডন জানান, তদন্ত কাজ অব্যাহত আছে। নতুন কোনও তথ্য পেলে জানানো হবে। জিজ্ঞাসাবাদ ও আদালতে জবানবন্দি শেষে আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন- জেলার রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের আব্দুল হালিমের ছেলে রবিউল (২৩), একই গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে সাব্বির হোসেন (২০), খলিলুর রহমানের ছেলে সাগর আলী (১৯), মোস্তফা আলমের ছেলে জুয়েল রানা (১৬) ও মতিউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (১৯)। এদের মধ্যে প্রথম তিন জন হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং বাকি দু’জন হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন বলে জানায় পুলিশ।

পুলিশের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২২ ফেব্রুয়ারি শনিবার নিহত গরু ব্যবসায়ী তৈয়ব পাশের এলাকার কাতিহার ও গোগর বাজারে গরু বিক্রি করেন। তার কাছে গরু বিক্রির নগদ দেড় লাখ টাকা আছে, এমন খবর পেয়ে টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে আসামিরা। ওই দিন রাতে বাড়িতে ফেরার সময় গরু ব্যবসায়ী তৈয়ব আলীর টাকা চায় আসামিরা। টাকা না পেয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে গরু ব্যবসায়ীকে গম ক্ষেতের মাটির নিচে চাপা দিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র পাশের পুকুরে ফেলে পালিয়ে যায় আসামিরা।

ব্যবসায়ী তৈয়ব আলীর থেকে হাতিয়ে নেওয়া নগদ সাত হাজার টাকা আসামিরা ভাগ করে নেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি আসামি রবিউল রেখে দেয়। পরের দিন ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে একটি গম ক্ষেতে রক্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। গম ক্ষেতের মাটি সরিয়ে তৈয়ব আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই বাবুল হোসেন বাদী হয়ে রাণীশংকৈল থানায় মামলা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ