জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ মার্চ রবিবার সকালে তাদের বাড়ির পাশের জঙ্গল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এ তথ্য জানান।
ওসি জানান, গুডুম্বা গ্রামের শাহীন মিয়া (৩৫) ও তার স্ত্রী আশা পারভিনের (২৭) মরদেহ তাদের বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ গাছের সঙ্গে ঝোলানো ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এভাবে মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পড়েছেনঃ ৩৬০