আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বাল্য বিয়ে: ছেলে ও মেয়ের বাবাকে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

জামালপুর শহরের বোসপাড়া এলাকার একটি বাড়িতে বাল্য বিয়ের সময় ছেলে ও মেয়ের বাবাকে আটক করে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বর-কনে ও বাড়ির মালিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বাল্য বিয়ের আয়োজনের সময় উপস্থিত হন প্রশাসনের কর্মকর্তারা
জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান জানান, শনিবার রাত আড়াইটার দিকে শহরের বোসপাড়ায় গ্রামীণ ব্যাংক সংলগ্ন জাহাঙ্গীরের বাসায় বাল্য বিয়ের খবর পায় প্রশাসন। সেখানে গিয়ে দেখা যায়, কাচারীপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে আবু রায়হানের সঙ্গে বোসপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারের বিয়ের আয়োজন করা হয়েছে। পরে সেখানে গিয়ে বিয়ে বন্ধ এবং ছেলে-মেয়ের বাবাকে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, এসআই আসীম কুমারসহ অনেকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ