আজ : শনিবার ║ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্প্রে দেওয়াকে কেন্দ্র করে বর-কনে পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, শ্রী কৃষ্ণ সরকার (৩০), মধু সরকার (২৫), আকাশ সরকার (১৬), কৃষ্ণ সরকার (১৫), রুবেল সরকার (২০) ও দীনেশ সরকার (২৫)।

আহত শ্রী কৃষ্ণ সরকার জানান, নবীগঞ্জ উপজেলার খরিয়া গ্রামের সেকুল সরকারের সঙ্গে বিয়ে ঠিক হয় বানিয়াচং উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামের নান্টু সরকারের বোনের। ওই সময় বিয়ে বাড়িতে স্প্রে দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ