উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হলে একদফা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছে বরিশাল যুবদল। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল জেলা ও মহানগর যুবদল যৌথ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন নেতারা। নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।
মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। বক্তব্য রাখেন—জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তছলিমউদ্দিন, মহানগর যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ অন্যরা।
পড়েছেনঃ ৩২৭