আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হিলি সীমান্তে ভুয়া বিজিবি আটক

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি সদস্য পরিচয় দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে ফিরোজ মিয়া (২৯) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-এর হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুর ২টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ জয়পুরহাট জেলা সদরের চকদাদরা গ্রামের মাজেদুল মণ্ডলের ছেলে।

ক্যাম্প কমান্ডার তবিবুর রহমান বলেন, ‘দুপুরে ওই যুবক হিলি সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থিত বিজিবি পোস্টে গিয়ে নিজেকে বিজিবি পরিচয় দিয়ে ভারতে বাজার করতে যাওয়ার কথা বলে। এসময় সে বিজিবির একটি পরিচয়পত্রও দেখায়। বিষয়টি চেকপোস্টের কর্তব্যরত নায়েক রাকিবের সন্দেহ হয়। পরে তাকে আটক করা হয়।

খোঁজ নিয়ে দেখা যায় তার পরিচয়পত্রটি ভুয়া। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে হাকিমপুর থানায় পাঠানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ