নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
নিহত ব্যবসায়ী ওই উপজেলার কালাইকান্দি গ্রামের কালা চাঁন মিয়ার ছেলে মিলন মিয়া (২৫)। তিনি স্থানীয় কালাইকান্দি মোড়ে বাজারে ওষুধ ও কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, রংছাতি ইউনিয়নের কালাই কান্দি গ্রামের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে কেউ মিলনকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
পড়েছেনঃ ৩৪৯