আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

নৌকাডুবিতে শিশুসহ নিহত ৪

চট্টগ্রামের বাঁশখালী থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ওরসে যাওয়ার পথে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে দুজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে বাঁশখালী উপকূলবর্তী জলবদর খাল এবং বঙ্গোপসাগরের মোহনায় এ দুটি নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আব্দুল মালেক (৫০) ও আব্দুল জলিল (৩২)। একই উপজেলার উপজেলার কাথারিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মোহাম্মদ আক্কাস (২৮) ও মো. মিনহাজ (১০)।

দুর্ঘটনায় গুরুতর আহত মো. বাবুল (৪০) ও আলী আকবরকে (১০) বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরসে যাওয়ার সময় বঙ্গোপসাগরের মোহনায় দুটি পৃথক নৌকাডুবির ঘটনা ঘটেছে। মূলত দুটি নৌকাতেই অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর অনেকেই সাঁতরে কূলে আসতে পারলেও চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ